• রাজশাহী বিভাগ

    পত্নীতলায় যাথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২২ , ২:২৭:৩৪ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ

    নওগাঁর পত্নীতলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে উপজেলা প্রসাশনের আয়োজনে।

    ২১ ফ্রেব্রুয়ারী দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তলন, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদ /মন্দিরে বিশেষ মুনাজাত ও প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন, সন্ধ্যায় নজিপুর গোল চত্বরে ভাষা আন্দোলন ও শহীদ দিবসের প্রামাণ্য চিত্র প্রদর্শন, সহ নানা কর্মসূচী পালন করা হয়েছে।

    সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে ইউএনও লিটন সরকারে সভাপত্বিতে ভাষা আন্দোলন ও ভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য এবং ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান বিষয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী হয়।

    সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার।
    আরো বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, থানার ওসি শামসুল আলম শাহ্, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা,কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার প্রমূখ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ