• রাজশাহী বিভাগ

    নওগাঁয় নিজের কাছে থাকা বন্দুক দিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা

      প্রতিনিধি ৩ মার্চ ২০২২ , ১২:৪১:১৪ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    নওগাঁ জেলার সাপাহার সীমান্তে তানভীর (২৬) নামে এক বিজিবি সদস্যের আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
    বিজিবির দাবি নিজের কাছে থাকা বন্দুক দিয়ে তিনি নিজেই আত্নহত্যা করেছেন।আজ ৩ মার্চ,বৃহস্পতিবার সকালে সুন্দরইল বিওপির ক্যাম্পে ঘটনাটি ঘটে। তানভীর নড়াইল জেলার শেখ আরজুনুর ছেলে। তিনি নওগাঁর সাপাহার উপজেলার সুন্দরইল সীমান্ত বিওপিতে কর্মরত ছিলেন।

    বিজিবি বরাত দিয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান বলেন, তানভীর নামের ওই বিজিবি সদস্য তার নিজের কাছে থাকা বন্দুক দিয়ে নিজের ওপর গুলি চালান।গুরুতর আহত অবস্থায় সকাল ৭টার দিকে সহকর্মীরা তাকে স্থানীয় সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু হানিফ তানভীরকে মৃত ঘোষণা করেন।

    ওসি আরও বলেন, এ ঘটনায় এরই মধ্যে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।বিষয়টি একদমই অভ্যন্তরীণ দাবি করে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান বলেন, পারিবারিক কোনো বিষয় নিয়ে এমন ঘটনা ঘটতে পারে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ