• রাজশাহী বিভাগ

    তানোরে বীমা দিবস উদযাপন

      প্রতিনিধি ১ মার্চ ২০২২ , ৪:৫২:১৬ প্রিন্ট সংস্করণ

    এস আর,সোহেল রানা,তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরে জাতীয় বীমা দিবস উপলক্ষে বর্নাঠ্য র‍্যালী, আলোচনা সভা ও খামারিদের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়েছে।জানা গেছে, ১ মার্চ মঙ্গলবার তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বীমা দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র ্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলঘরে আলোচনার সভার মধ্য দিয়ে সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্বীকৃতি প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে আলোচনা সভা শেষে খামারিদের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ