• রাজশাহী বিভাগ

    তানোরের গাছ খেকো কালাম

      প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২১ , ৩:৫৮:৫৯ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) বহাড়া মৌজার একটি গভীর নলকুপ এলাকার প্রায় ১০ থেকে ১২টি মেহগুনি গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, বহাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র আবুল কালাম অবৈধভাবে এসব গাছ কেটে হজম করেছে।স্থানীয় সুত্র জানায়, তানোরের বহাড়া মৌজায় ১৯০ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের অপারেটর ছিলেন আবুল কালাম।

    কিন্ত্ত তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠলে কৃষকদের দাবির মুখে কালামকে অপসারণ করে রকিকে অপারেটর নিয়োগ করা হয়।এদিকে অপারেটর পদ থেকে অপসারণ করায় ক্ষুব্ধ হয়ে কালাম গভীর নলকুপ ঘরের চার পাশ থেকে প্রায় ১২টি বড় মেহগুনি গাছ কেটে নিয়েছে কালাম। স্থানীয়রা ঘটনাকে গাছ খেকো কালাম বলে অবিহিত করেছে।

    এবিষয়ে জানতে চাইলে আবুল কালাম বলেন, তিনি অপারেটর থাকতে অনেক গভীর নলকুপ ঘরের চারপাশে মেহগুনি গাছ রোপণ করেছিলেন। তিনি বলেন, অপারেটর থেকে তাকে বাদ দেয়া হলে বিএমডিএর অনুমতি নিয়ে এসব গাছ কেটেছেন এটাকে চুরি বলা অন্যায়। এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী বলেন, তিনি কাউকে গাছ কাটার অনুমতি দেননি। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ