• Uncategorized

    কুমিল্লা কাস্টমসের হাতে ট্রাক সহ ৫৮১ বোতল ফেন্সিডিল আটক

      প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ৩:১৩:০৯ প্রিন্ট সংস্করণ

    সাগর দেব নাথ,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

    ভ্যাট ফাঁকির পন্য ধরতে গিয়ে কুমিল্লায় ফেনসিডিলের চালান আটক করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। সোমবার গভীর রাতে নগরীর পদুয়ার বাজার এলাকায় মহাসড়কে ভ্যাট ফাঁকি দেয়া পন্যের গাড়ি যাচাই করার সময় শুকতারা মেসার্স ট্রান্সপোর্টের কাভার্ড ভ্যানটি আটক করে।

    গাড়িটির পন্য পরিবহনের চালান না থাকায় ও গাড়ি চালকের কথায় অসংলগ্নতা পরিলক্ষিত হওয়ায় গাড়িটি তল্লাসী করে বেশ কিছু কার্টুন থেকে ৫৮১টি ফেনসিডিলের বোতল পাওয়া যায়। এসময় গাড়ির চালক দৌড়ে পালিয়ে যায়।

    মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে কাস্টসম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার মোঃ বেলাল হোসেন চৌধুরী বলেন, কাস্টমস ও ভ্যাট প্রিভেন্টিভ টিম মহাসড়কে নিয়মিত টহল প্রদান করে আসছেন।

    গত দুই মাসে প্রায় ৩০টির অধিক ট্রাক ও কাভার্ড ভ্যান মূসক ও শুল্ক ফাঁকিসহ চোরাচালানের পণ্য বহেনর অভিযোগে আটক ও ১৮টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্যগুলো ইনভেন্ট্রি করে বর্তমান কাষ্টমসের গুদামে জমা দেয়া হয়েছে। পন্যের বিষয়ে কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ