• Uncategorized

    কুমিল্লার বুড়িচংয়ে অটো সিএনজি চালকদের সাথে শ্রমিক সংগঠন ও ইজারাদারদের আলোচনা সভা অনুষ্ঠিত 

      প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২০ , ৬:২৮:৫০ প্রিন্ট সংস্করণ

    সাগর দেব নাথ,বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার বুড়িচং উপজেলা সিএনজি অটো রিক্সা ইজারাদারদের উদ্যোগে সিএনজি ও অটো রিক্সা স্ট্যান্ড এর সাথে সম্পৃক্ত শ্রমিক ব্যক্তিবর্গদের  সার্বিক কল্যাণে এক আলোচনা সভা গতকাল ২২ নভেম্বর উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মো. আখলাক হায়দার, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাহমিদা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বুড়িচং উপজেলা সিএনজি অটো রিক্সা ইজারাদারগণ তাদের  তাদের বক্তব্যে বলেন- বুড়িচং উপজেলা সিএনজি অটো রিক্সা  স্ট্যান্ড ও ইজারার  কার্যক্রম বিগত ২০০৯ সন থেকে চলে আসছে। এরই ফলশ্রুতিতে সরকারিভাবে চলতি ২০২০ সনের ইজারার ডাক ও তাদের  যথাযথভাবে সম্পন্ন হয়। সিএনজি ও অটোরিক্সার উক্ত ইজারা ডাকে সরকারি কোষাগারে নির্ধারিত অর্থ প্রদান করে তারা উপজলার বিভিন্ন হাট বাজার অবস্থিত সিএনজি স্ট্যান্ডে তাদের দায়িত্ব পালন করে আসছেন।

    কিন্তু, ইদানিং কিছু মিডিয়ায় ইজারাদারদের কার্যক্রম নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ হয়েছে। এর আলোকে নেতৃবৃন্দরা বলেন ইজাদাররা তাদের দায়িত্ব পালনে যদি আইনী ভিত্তি না থাকে তারা সংশ্লিষ্ট ইজারা পেতে যে অর্থ প্রদান করেছেন ওই ইজারাকৃত অর্থ ফেরত পেলে তারা তাদের ওই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

    এদিকে, উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার তাদের বিবৃতি বলেন- বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করবো। তাতে  যদি বিধি মোতাবেক সিএনজি স্ট্যান্ড থাকার  বিষয়টি সমাধা করা যায় তাহলে সিএনজি স্ট্যান্ড থাকবে অন্যথায় সিএনজি স্ট্যান্ড থাকবে না।

    এসময় ইজারাদারদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগ কার্য  নির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেন বাচ্চু, মো. আবু তাহের সর্দার, হাজী ময়নাল হোসেন মনা, বুড়িচং সদর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, মো. ফারুক, মো. শাহজাহান, মো. ইসমাইল, মিজান ও জাহাঙ্গীরসহ অন্যান্য ইজাদারগণ। ছবিঃ আব্দুল মোমেন, সভাপতি, বুড়িচং প্রেসক্লাব, দৈনিক ভোরর কাগজ ও দৈনিক কুমিল্লার শিরোনাম পত্রিকার বুড়িচং প্রতিনিধি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ