• আমার দেশ

    কবিতা : বসন্তের হাওয়া, লেখক রাজিব চন্দ্র

      প্রতিনিধি ৯ মার্চ ২০২১ , ৪:৪৮:০৬ প্রিন্ট সংস্করণ

    বসন্তের হাওয়া
    রাজিব চন্দ্র

    ক্ষণে ক্ষণে কোকিল,
    গেয়ে উঠছে সুরে সুরে।
    ফুটিল কত ফুল,
    এই ধরনীর তরে।

    চারিধারে আজ,
    বিবর্ন হলুদের ছোঁয়া।
    লাগিল লাগিল হায়,
    বসন্তের হাওয়া।

    পলাশ আর শিমুলের বনে,
    ভরে গেছে ফুলে ফুলে।
    আমের ডালে যায়রে দেখা
    ছেয়ে আছে নব মুকুলে।

    কচি কচি পাতা গুলো,
    গাছের ডালে বসে হাসছে।
    বসন্ত প্রেমিক তাহা,
    তার দুচোখ মেলে দেখছে।

    দক্ষিণের শীতল হাওয়ায়,
    গায়ে লাগে শিহরণ।
    আনন্দে প্রণয়ের গান,
    গেয়ে উঠে মন।

    কুয়াশার চাঁদর মুছে গিয়ে,
    লাগে ফাগুনের ছোঁয়া।
    প্রকৃতিতে নেমে আসে,
    ঋতু রাজ বসন্তের হাওয়া।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ