• জাতীয়

    আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে-মাওলানা গাজী আতাউর রহমান

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ১০:১৯:২৪ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, অনিবার্য সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান ক্ষমতাসীনদের অধীনে হবে না, হতে দেয়া হবে না। সরকার সসম্মানে পদত্যাগ না করলে পদত্যাগে বাধ্য করা হবে। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে। কোথাও শান্তি নেই, নিরাপত্তা নেই। গুম-খুনের আতঙ্কে মানুষ উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।

    দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর ডিম ফর্মুলা দেশব্যাপী হাস্যরসের সৃষ্টি করেছে। সরকারের মন্ত্রী-এমপিরা আজ সরাসরি সিন্ডিকেটের সাথে জড়িত। এসব সিন্ডিকেটের কাছে সাধারণ মেহনতি মানুষ আজ অসহায়।তিনি মেহনতি, কর্মজীবী, শ্রমজীবী, আলেম-ওলামা, আইনজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবি সংগঠনসহ সকল শ্রেণিপেশার মানুষকে আওয়ামী স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আজ ৩০ আগস্ট বুধবার সকাল ১০টায় রাজধানী কামরাঙ্গীরচর বেড়িবাঁধ সংলগ্ন বিলকিস কমিউনিটি সেন্টারে থানা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

    সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

    প্রধান বক্তার বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সভ্যসমাজের প্রতীক হলো পোশাক। বোরকা বা হিজাব মুসলিম মেয়েদের পোশাকের অন্যতম অংশ এবং এটি ইসলামের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়েরমতো গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষকের আসনে বসে বোরকা নিয়ে আপত্তি তুলবে এটি হতে পারে না। অবিলম্বে ওই শিক্ষককে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় দেশব্যাপী আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেয়া হবে।
    সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ আবদুর রহমান, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মুফতি আবদুল আহাদ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ