• কৃষি

    আউশ মৌসুমের নতুন ব্রিধান ৯৮ ফসল কর্তন”

      প্রতিনিধি ২৫ আগস্ট ২০২২ , ৪:৩১:৪৩ প্রিন্ট সংস্করণ

    নাটোরের সিংড়া উপজেলায় আজ ইটালি ইউনিয়নের রাতাল গ্রামে কৃষক আরিফের জমিতে নতুন অবমুক্ত ব্রিধান ৯৮ কর্তন করা হয়। অন্য জাতের চেয়ে এটির ফলন বেশি।চাল লম্বা,চিকন,রঙ সোনালী ভাত ঝরঝরে। কর্তনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সেলিম রেজা, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, এসএএও, সহ স্থানীয় কৃষকগন।

    উপজেলায় র্দীঘদিন ধরে আউশ ধনের চাষ করে তেমন সফলতা না পেলেও এবার সফলতার মুখ দেখছেন কৃষকরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগীতায় ব্রি ধান ৯৮ জাতের ধান করে সফল সিংড়ার কৃষকেরা। কৃষকরা বলছেন নতুন এ জাতের ব্রিধান ধানের চাষে কম সময় লাগে। অন্যদিকে ক্ষেতে তেমন একটা রোগ, পোকামাকড়ের আক্রমণ নেই। আর খুব কম খরচে অধিক ফসল ঘরে তুলতে পারছেন তারা।

    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা বলেন, সিংড়া উপজেলায় চলনবিল এলাকার বেশির ভাগ মানুষই কৃষির উপরে নির্ভরশীল । প্রতি বছরই তারা বিভিন্ন ধরনের ধান চাষ করে আসছেন। এ বছর আউশের মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগীতায় নতুন ব্রি ধান ৯৮ জাত কৃষকদের মাঝে বিতরণ করে রোপন করানো হয়।

    তাতে দেখা গেছে এই মৌসুমেও আমার ব্যাপক ধান উৎপাদিত হইছে এতে কৃষকেরা অত্যান্ত আনন্দিত। সরেজমিনে দেখা গেছে, নতুন জাতের এ ধান কৃষকদের সফলের মাঠে পেকে যাওয়ায় হাসি ফুটে উঠেছে কৃষকদের মুখে। আবার কোন কোন কৃষক আনন্দের সাথে পেকে যাওয়া ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ