• Uncategorized

    হিজলায় মা ইলিশ নিধনের অপরাধে ১৭ জেলে আটক। 

      প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২২ , ১:২৯:৩৬ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী -বরিশাল জেলা প্রতিনিধি –

    ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২০২২ইং পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ সম্পুর্ন নিষিদ্ধ। উক্ত সরকারি আইন বাস্তবায়ন উপলক্ষে বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। আজ ১৫ অক্টোবর শনিবার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ইলিশ আহরণ করার সময় ১৯ (উনিশ) জেলেকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত ১৭ (সতের) জেলের প্রত্যেককে ১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। অন্য দুজন যথাক্রমে অপ্রাপ্তবয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, হিজলা, বরিশাল। অভিযানে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, এবং ইলিশ এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানানো হয়েছে।অভিযান বাস্তবায়নে : সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, হিজলা, বরিশাল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ