• রাজশাহী বিভাগ

    পত্নীতলায় নানান আয়োজনে শেখ রাসেলের ৫৯ তম জন্ম দিবস পালিত

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৩:৪৩:৩৫ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ

    নওগাঁর পত্নীতলায় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ।
    সোমবার সকাল ৯ ঘটিকায় পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে শেখ রাসেলের ছবিতে পুষ্পমাল্য অর্পন, র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত।

    পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এর সভাপতিত্বে, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদসাইফুল্লাহ, কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার , প্রাণি সম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান, থানার ওসি সেলিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান ও ফাতেমা জিন্না ঝরনা, পুলিশ পরিদর্শক( তদন্ত) অর্পন কুমার, শিক্ষা অফিসার মোখলেসুর রহমান,

    উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান,পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবিনা বেগম, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধিজন প্রমূখ।
    এর আগে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, কেক কাটা, পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মুনাজাত করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ