• Uncategorized

    নওগাঁর মান্দায় পুলিশকে গণমুখী ও জনবান্ধব করার লক্ষে মান্দা থানা পুলিশ সদস্যদের নিয়ে

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ১১:৪৬:৪৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধি:

    প্রথম চালু করা হয়েছে বিট পুলিশিং কার্যক্রম ।

    আজ মঙ্গলবার  সকাল ১১ টায় উপজেলার কুশুম্বা ইউনিয়নের কুশুম্বা শাহী মসজিদ সংলগ্নে একটি রুমে মান্দা থানা অফিসার (তদন্ত) তারেকুর রহমান সরকার সাহেব,

    সভাপতিত্বে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত মহিলা ভাইস চেয়ারম্যান  চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা  , ইউপি চেয়ারম্যান মো. নওফেল মন্ডল,নওশাদ মান্দা থানা সেচ্ছাসেবকলীগ,হবিবুর রহমান হবির বিশিষ্ট ব্যবসায়ী

    প্রধান অতিথির  তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহও যৌতুকমুক্ত সমাজ গড়তে পর্যায়ক্রমে আত্রাইয়ের প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিংকার্যক্রম চালু করা হবে। এবং মনিটরিং, তদারকির জন্য পুলিশ সদস্যদের সাথেস্থানীয় জনপ্রতিনিধিরা কো-অপারেট করবে। ভৌগোলিক দূরত্ব ও সুনির্দিষ্ট কাঠামোবদ্ধ কর্মসূচির অভাবে অনেক ক্ষেত্রে জনগণ পুলিশের সেবা থেকে বঞ্চিত হয়।পুলিশের প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়।

    তিনি আরো বলেন, পুলিশ-জনতা সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য, প্রতিটি নাগরিকের পুলিশের সেবাপ্রাপ্তির নিশ্চয়তা প্রদানের জন্য ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেন

    জীর আহমেদের আদেশ অনুযায়ী মান্দা থানার কুশুম্বা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হলো। এতে জনগণ এর সুফল পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

     

     

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ