• রাজশাহী বিভাগ

    ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে আনসার ভিডিপি অফিসের ১ হাজার তালবীজ রোপন

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০২১ , ১১:৩৭:৫৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ মাহাবুব আলম
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর ধামইরহাটে বজ্রপাত থেকে দুর্ঘটনা রোধে ১ হাজার তালবীজ রোপন করা হয়েছে। ২০ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ফতেপুর-মাতাজি রোডে ১ হাজার তালবীজ রোপন কাজের উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোসা. হাফজা খাতুন ইলা। এ সময় তালবীজ রোপনকাজে সহযোগিতা করেন আনসার ও ভিডিপি সদস্য রেজুয়ান, আবু মুছা, আবু কাহার উমার আলী, সাংবাদিক মেহেদী সরকার প্রমুখ। চলতি সপ্তাহের মধ্যেই উল্লেখিত পরিমান চারা রোপন সম্পন্ন করা হবে বলে আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ