• রাজশাহী বিভাগ

    তানোরে অস্ত্রসহ ৫টি মামলার আসামী ৯ বোতল ফেন্সীডিলসহ গ্রেপ্তার

      প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২২ , ৩:১৯:৫০ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরে ১ টি অস্ত্র মামলাসহ ৫টি মাদক মামলার আসামী চৌবাড়িয়া এলাকার মাদকের গডফাদার মালশিরা গ্রামের সিরাজ মন্ডলের পুত্র খোকন (৩৩) ও তার সহযোগী পারিশো গ্রামের এমরুল কাশেমের পুত্র ফরহাদ আলী (২৫) কে ৯ বোতল ফেন্সীডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া সংগীয় ফোর্সসহ মালশিরা এলাকায় অভিযান চালিয়ে ৯ বোতল ফেন্সীডিলসহ তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করেন।

    এঘটনায় তানোর থানার এসআই নিজাম উদ্দীন বাদি হয়ে ২জনকে আসামী করে তানোর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসায়ীরা এলাকায় মাদকসহ ফেন্সীডিলের ব্যবসা করে আসছিলেন।

    গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানাধীন কামারগাঁগ ইউনিয়নের পারিশো মৌজাস্থ দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনে পাকা রাস্তার উপরে ৯ বোতল ফেন্সীডিলসহ তাদের গ্রেপ্তার করা হয় উল্লেখ্য এই মামলা ২নং আসামী খোকনের বিরুদ্ধে ১টি অস্ত্র আইনের ও ৪টি মাদকদ্রব্য আইনের মামলাসহ ৫ টি মামলা বিচারাধীন রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ