• গণমাধ্যম

    গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ময়মনসিংহে ফকরুল ইমাম এমপিকে স্মারকলিপি প্রদান

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২২ , ৪:১৪:২৫ প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহ জেলার শাখার উদ্যোগে বুধবার জেলা প্রশাসকের ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণের পর সন্ধ্যা ৭.১৫ ঘটিকায় সার্কিট হাউজ সভা কক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ফকরুল ইমামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি দৈনিক আজকের খবর সম্পাদক মোশারফ হোসেন, বিএমএসএফ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, সহ-সভাপতি দৈনিক আজকের বসুন্ধরা চীফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল, জেলা বিএমএসএফ সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, প্রথম বাংলা সেলিম মিয়া, ৭৫ বাংলাদেশ প্রকাশক সম্পাদক মাইন উদ্দিন উজ্জ্বল, বাপ্পি চৌধুরী, উর্মি বাংলা নিহার রঞ্জন কুন্ডু, বাংলাদেশ সমাচার এজি জাফর, আঃ জহির খান, মারুফ হোসেন জাতীয় সেচ্ছাসেবক পার্টির জেলা সভাপতি প্রিন্স দুলাল, কবি শিল্পী শহিদ আমিনী রুমি প্রমুখ নেতৃবৃন্দ।

    মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির গুরুত্ব পেতে এবং ১৪ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সাথে চলমান গণমাধ্যমকর্মী চাকুরী আইন ও সাংবাদিকদের সুরক্ষা আইনের সংশোধনী ও বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন। জাতীয় পার্টির সভাপতি মন্ডলীর সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফকরুল ইমাম এমপি ধৈর্য সহকারে সাংবাদিকদের দাবি অধিকারের বক্তব্য শুনেছেন তিনি সাংবাদিক নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন গণমাধ্যম সপ্তাহ সহ সাংবাদিকদের প্রয়োজনে গণমাধ্যমকর্মী চাকুরী আইনের সংশোধনী বিষয়ে সরকারের সংশ্লিষ্ট ও প্রয়োজনে সংসদে উত্থাপন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে এবছর সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পাঠানোর উদ্যোগ নিয়েছে বিএমএসএফ। ২৪ এপ্রিল থেকে এ স্মারকলিপি পাঠানো শুরু হয়ে চলবে সপ্তাহের শেষ দিন ৭ মে পর্যন্ত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ