• Uncategorized

    Education Leadership Award 2020 পেলেন শফিকুল ইসলাম

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২১ , ১০:১৯:০০ প্রিন্ট সংস্করণ

    করোনাকালীন অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদানের স্বীকৃতি সরূপ সম্মাননা পেলেন ময়মনসিংহের গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।

    গত ২৯ ডিসেম্বর জেলা প্রশাসন ও আইসিটি টিচার্স ফোরাম ময়মনসিংহ এর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব নাসরিন সুলতানার সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম।

    অনলাইন ক্লাস পরিচালনা, প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান এবং ময়মনসিংহ সদর উপজেলার আইসিটি শিক্ষক ফোরামের নেতৃত্বে বিশেষ ভূমিকা রাখার জন্যে স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘Education Leadership Award 2020’ মোঃ শফিকুল সলামের হাতে তুলে দেন জেলা প্রশাসক।

    এওয়ার্ড প্রাপ্তি সম্পর্কে তরুন এ শিক্ষক বলেন,
    “আমার ক্ষুদ্র এ কাজকে এপ্রিশিয়েট করে আমাকে এরকম সম্মাননা প্রদান করার জন্য আইসিটি ফোরামের সকল নেতৃবৃন্দসহ মাননীয় জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার সহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে ধন্যবাদ দিতে চাই আমার গোহাইলকান্দি স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম স্যারকে যিনি স্কুলের কাজের ফাঁকে ফাঁকে জেলা ও উপজেলার বিভিন্ন কাজে যোগদানের জন্য আমাকে সার্বিক সহযোগিতা করেছেন।”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ