• রাজশাহী বিভাগ

    পত্নীতলায় তরুণীকে মার ধরের অভিযোগ

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৩১:৩৮ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ

    পেটানোর ঘটনায় ওই দিন বিকেলে নজিপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো: আল আমিন ( সবুজ ) ও সাধারণ সম্পাদক মো: শামীম রেজাসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে অভিযুক্ত করে পত্নীতলা থানায় লিখিত অভিযোগ করেন তরুনী মোছা: জানাতুন ফেরদৌস (স্মৃতি) এজহার সূত্রে জানা যায়, বিবাদী নজিপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো: আল আমিন (সবুজ) সাধারণ সম্পাদক মো: শামীম রেজা,

    মো: হাবিবুর রহমান, নজিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: মোস্তফা কিবরিয়াসহ ৪/৫ জন অজ্ঞাতনামা করে বাদী জান্নাতুন ফেরদৌস ( স্মৃতি ) ভাড়াটিয়া বাসার পাশ্বে একটি বাসায় অপরিচিত মেয়ে কে নিয়ে এসে অবৈধ কার্যকলাপে লিপ্ত হয় এবং হৈ-চৈ শুরু করে। যার প্রতিবাদ করলে বাদী জান্নাতুন ফেরদৌস ( স্মৃতি ) অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ী ভাবে কিল, ঘুষি, চড়, থাপ্পর

    লাথি মেরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। অভিযোগে উল্লেখিত ১ নং বিবাদী নজিপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মো: শামীম রেজা বাদী জান্নাতুন ফেরদৌস কে চুলের মুঠো ধরে মাটিতে ফেলে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে। অভিযুক্ত নজিপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মো: শামীম রেজা বলেন, মেয়ের মাথার সমস্যা আছে। প্রথমেই মেয়ে আমার উপর আঘাত করেছে তারপর আমি নিজের রাগ চেক দিতে না পেরে আমি একটা লাথি মেরেছি।

    এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযারী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ