• Uncategorized

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২০ , ১১:২০:২৩ প্রিন্ট সংস্করণ

    শাহরিয়ার কবির রিপন-স্টাফ রিপোর্টারঃ

    এবার দেশে হটাৎ বন্যার কারনে প্রায় সারা দেশেই ফসল সহ শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে । কোন কোন এলাকায় একটু বেশি ক্ষতি হয়েছে । নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে সবজি চাষিদের ক্ষতির পরিমাণ আরো বেশি । সোনারগাঁওয়ের নোয়াগাও , জামপুর , সন্মান্দি সহ বিভিন্ন ইউনিয়নের সবজি চাষিরা এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে । নোয়াগাও ইউনিয়নের গোবিন্দ পুর, চরপাড়া, লাধুরচর গ্রামের প্রায় সব কৃষকই সবজির ফলন করে থাকে । কেউ কেউ আছেন যারা এবার পেঁপেবাগান করেছে । এবারের এই হটাৎ বন্যায় পেঁপে চাষি সহ এই গোবিন্দ পুর গ্রামের সব ধরনের সবজি চাষিরা বিপাকে পরেছেন । গ্রামের পেঁপে চাষি মোঃ সুরুজ মিয়া দুই বিঘা জমিতে এবার ৬০০ শত পেঁপের চারা রোপণ করেন । অনেক টাকা খরচ করেছেন এতে । ফলনও ভাল ধরেছিল । কিন্তু বন্যার কারনে তার মাথায় হাত । সুরুজ মিয়ার সাথে কথা বললে তিনি জানান , তার প্রায় দুই লক্ষ টাকা খরচ হয়েছে এই পেঁপে বাগানে । কিন্তু সব আল্লাহর ইচ্ছা বন্যায় পেঁপে সহ সব গাছ মরে গেছে ।
    তাছাড়া এই গোবিন্দ পুর গ্রামের অন্য সবজি চাষিরা , যারা মুলাশাক , লালশাক, পুইশাক , লম্বা বেগুন , ডাটা , চিনাল , ডেড়স সহ অন্যায়ান্য সবজির ফলন করে থাকেন তারা সবাই এবারের বন্যায় সব তলিয়ে যাওয়ায় লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে । সবজি চাষির মধ্যে গোলাম মোস্তফা , তোবারক হোসেন , জাহাঙ্গীর , এমদাদুল হক, জজ মিয়া, রুহুল আমিন , আমিনুল হক , শ্রী নরেশ চন্দ্র বিশ্বাস , নজরুল ইসলাম , দেলোয়ার হোসেন , কবির হোসেন, ফারুক , ডাঃ আলম , গিয়াসউদ্দিন , ফজলুল হক , লিটন , মোঃ জামান , মোঃ আবুল, শ্রী অজিত বিশ্বাস , শ্রী আশুচরন বিশ্বাস, জাকির হোসেন , সাহাবদ্দিন , সহ আরো অনেক কৃষক পথে বসার উপক্রম হয়েছে । একেতো সারা পৃথিবীর মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের কারনে সব কিছুতেই এর প্রভাব পরে সবাই দিশেহারা প্রায় । তার উপর এই বন্যা । কিন্তু এদের খোঁজখবর নেওয়ার মত কেউ নেই মনে হয় । এ পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার সহ অন্য কোন জনপ্রতিনিধি এলাকার বন্যাকবলিত কৃষকদের খোঁজখবর নেয়নি বলে ক্ষতিগ্রস্থ কৃষকগন ক্ষোভ প্রকাশ করেছেন । তাদের বলতে শোনা যায় সরকারের পক্ষ থেকেও কোন কিছু আমরা পেলাম না । আর সরকার জানলেতো দিবে । সরকারকে জানানোর দ্বায়িত্বতো জনপ্রতিনিধিদের । তারা আমাদের কোন খোঁজখবর নিতে আসেননি। ভোটের সময় হলে সবাই ঠিকই আসবেন । সকল ক্ষতিগ্রস্থ কৃষকের জোর দাবী , যদি সরকারের পক্ষ থেকে কিছু একটা করা হয় তবে আমরা পরবর্তীতে নতুন করে সবজি চাষ করে ছেলে মেয়ে নিয়ে কোন রকমে বাঁচতে পারব ইনশাআল্লাহ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ