• Uncategorized

    ৭ দফা দাবীতে শিক্ষক সমিতির শিক্ষকবন্ধন

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২২ , ১:৪৫:৪৪ প্রিন্ট সংস্করণ

    মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতাসহ সাত দফা দাবীতে শিক্ষকবন্ধন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা শাখা।

    বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিজয়নগর উপজেলা পরিষদ এর সামনে মির্জাপুর-হরষপুর সড়কে শিক্ষকবন্ধন করেন উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

    উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ এর সভাপতিত্বে, ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান চৌধুরী।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ তানিয়া বেগম, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হালিমা চৌধুরী, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোছাঃ রুবিনা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম জিলানী, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ লিটন দেব, সাতবর্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান।

    আরও উপস্থিত ছিলেন, চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল হক, পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির আহামেদ, একতারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ রেজাউল আমীন, পাচঁগাও আর্দশ উচ্চ বিদ্যালয়ের হারুনুর রশিদ, ইসলামপুর উচ্চ বিদ্যালের শিক্ষক মোঃ মনির উদ্দিন, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম চৌধুরী, শ্রীপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ আশিকুর রহমান, চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালের শিক্ষক মোঃ সেলিম চৌধুরী প্রমুখ।

    ৭ দফা দাবী আদায়ের শিক্ষকবন্ধন বিজয়নগর থানার সামনে থেকে বের হয়ে মির্জাপুর মোড়ে প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ না থাকায় প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রাসেল এর কাছে প্রধাণমন্ত্রী বরাবর ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ