• বরিশাল বিভাগ

    হিজলায় ২৫ মার্চ উপলক্ষে গনহত্যা দিবস পালন

      প্রতিনিধি ২৫ মার্চ ২০২২ , ২:০৬:২৬ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    ২৫ মার্চ যখন বাঙালির সামনে চলে আসে তখন মনে পরে পাকিস্তান কর্তৃক বাঙালি জাতির উপর সেই জুলুম, নির্যাতন এমনকি গনহত্যার সেই পুরনো কথা। আজও চোখের সামনে ভেসে বেড়ায় ইতিহাসের কলুষিত সেই ২৫ মার্চ। মানব সভ্যতার ইতিহাসে এটি কলঙ্কিত হত্যা যজ্ঞের দিন। সেদিন নিরীহ-নিরস্ত্র বাঙ্গালির ওপরে ঝাঁপিয়ে পড়েছিল বর্বরোচিত গনহত্যা চালানোর এক ভয়াল স্মৃতির কালরাত। এই ২৫ শে মার্চ। ১৯৭১ সালের এই রাতে পাকিস্থানি সেনাবাহিনীর হাতে রচিত হয়েছিল নৃশংসতম গনহত্যার এক কালো অধ্যায়।

    তাই (২৫ মার্চ ২০২২ইং)শুক্রবার হিজলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফসার উদ্দীন ফাযিল মাদ্রাসায় পালিত হয়েছে ২৫ মার্চ গনহত্যা দিবস ২০২২,এবং মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফসার উদ্দীন ফাযিল মাদ্রাসার সম্মানিত
    অধ্যক্ষ মাওঃ সুলতান মাহমুদও উপাধ্যক্ষ মাওঃ আঃ আজিজ, প্রভাষক রুহল আমিন সাইফীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ