• আইন ও আদালত

    হিজলায় সান এক্স-রে এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে গভীর রাতে ডাকাতি, লক্ষাধিক টাকা লুটপাট।

      প্রতিনিধি ১ জুলাই ২০২২ , ১১:০৯:১৫ প্রিন্ট সংস্করণ

    বরিশাল জেলার হিজলা উপজেলায় চুরির হিড়িক চলছে, বেশ কিছু দিন যাবত বাড়ি ঘর সহ দোকান পাটে ও চুরির ঘটনা গটেই চলছে । আজ ১ জুলাই শুক্রবার সকাল বেলা জানা যায় যে হিজলা উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সান এক্স-রে এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে গত রাতে ডাকাত দল পেছনের দরজা কেটে ভীতরে প্রবেশ করে,ড্রয়ার ভেঙ্গে লক্ষাধিক নগদ টাকা লুট করে নিয়ে গেছেন বলে দাবী করেন উক্ত ডায়াগনষ্টিক সেন্টারের ম্যানেজার মোঃ মোস্তফা কামাল(নোমান),তবে ভিতরে থাকা চিকিৎসার যাবতীয় আসবাব, মেশিন ইত্যাদি নেয়নি বলে জানান উক্ত ম্যানেজার।

    এর আগে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের তুলাতলা (মৌলভীর)হাটে হাওলাদার টেলিকমের সাটার ভেঙ্গে নগত অর্থ সহ মালামাল চুরির ঘটনা গটে,শুধু তাই নয় কিছু দিন আগে বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে রাড়ী বাড়ি চুরির ঘটনা গটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও হিজলার বিভিন্ন জায়গায় চুরির ঘটনা গটেই চলছে,তাই বলাই বাহুল্য হিজলায় চুরি ডাকাতির হিড়িক চলছে।অতি দ্রুত যদি এ চক্রকে দমানো না যায়,তাহলে এ ধরনের চুরি ডাকাতি বেড়েই চলবে বলে মনে করেন স্থানীয়রা। এ ক্ষেত্র প্রশাসনের গুরুত্বপুর্ন ভূমিকা পালন করতে হবে। এবং দোষীদের পাকড়াও করে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী ভুক্তভোগীদের ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ