• অর্থনীতি

    হিজলায় মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ৮:৫৩:১২ প্রিন্ট সংস্করণ

    আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণের জন্য নির্ধারণ করা হয়েছে।তাই বরিশাল হিজলা উপজেলায় সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা সভাকক্ষে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে এক সচেতন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আজ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বকুল চন্দ্র কবিরাজ।
    উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন,
    উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, হিজলা গৌরব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, ধূলখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, নৌ পুলিশ, কোস্টগার্ড সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ