• জনপদ

    হিজলায় ব্রিজ ধসে পড়ায় যানবাহন বন্ধ অতিষ্ট সব পেশার মানুষ

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২২ , ৪:০১:০২ প্রিন্ট সংস্করণ

    মুফতী আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশাল হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের দক্ষিণ চর দেবুয়া পিটকিরা তলা সংলগ্ন একটি ব্রিজ গত বর্ষায় ধসে পড়ে । যে ব্রিজটি ছিল,হিজলা উপজেলার হিজলা গৌরব্দী এবং মেমানিয়া ইউনিয়নের যাতায়াত বা যানবাহন চলাচলের একটি মূল পয়েন্ট ।

    কিন্তু গত বর্ষায় এ ব্রিজটি ধসে পড়ার পর থেকে জন সাধারন জনদূর্ভোগে চলাচল করলেও যানবাহন চলাচল একেবারেই বন্ধ । কেউ যদি মেমানিয়া থেকে হিজলা গৌরব্দীর মূল পয়েন্টে আসতে চায় গাড়ী নিয়ে তাহলে বাধা দেয় ধসে যাওয়া ব্রিজ,ঠিক তেমনি ভাবে কেউ যদি হিজলা গৌরব্দী থেকেও যেতে চায় মেমানিয়া তাহলেও বাধা দেয় এই ব্রিজ। যার কারনে হিজলা বাসী জন দুর্ভোগের চরমে।

    এ ব্রিজের দু পাশে শাকোর মত দেয়া থাকলেও দূর্ভোগের কমতি দেখছেনা হিজলা বাসী। শুধু তাই নয়, এখান দিয়ে পার হওয়া পুরুষদের জন্য সম্ভব হলেও মহিলাদের জন্য বড় চ্যালেন্জ বলে মনে করছেন আশপাশের জনগন।
    এমনকি এই ভাঙ্গা ব্রিজ দিয়ে পাড় হতে যেয়ে কয়েকজন দূর্ঘটনার শিকার হয়েছে বলেও জানিয়েছেন একটি মহল।

    এরকম পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এ ব্রিজ নির্মাণ বা সংস্করণের কোন আশ্বাস পায়নি বলে দাবি করেন সাধারণ জনগন। তাই জনগণের কষ্টের কথা বিবেচনা করে জনগনের জন দূর্ভোগ লাঘবের জন্য জনপ্রতিধিদের কাজ করার আহবান জানান হিজলা বাসী।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ