• বরিশাল বিভাগ

    হিজলায় বিদ্যুৎপিষ্টে নিহত ১

      প্রতিনিধি ২৯ মার্চ ২০২২ , ৫:৩৫:২৩ প্রিন্ট সংস্করণ

    @আঃ কাদের কারিমী -বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশালের হিজলা উপজেলায় বড়জালিয়া ইউনিয়নের ৯নংওয়ার্ডের বাসিন্দা মোঃ ফারুক চৌকিদারের ছেলে মোঃ আবুল হোসেন চৌকিদার আজ (২৯ মার্চ) মঙ্গলবার টিনের চাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শেষ নিশ্বাস ত্যাগ করেন।মোঙ্গলবার সকাল প্রায় ৯ ঘটিকার সময় মেঘনা নদীর ভাঙ্গনের কারনে নিজের ঘরের টিনের চাল অন্য স্থানে হস্তান্তর করতে গেলে উক্ত ঘটনাটি ঘটে।উক্ত স্থানের ইউপি সদস্য মোঃ জুয়েল হোসেন বলেন ,নদীর পাড়ের একটি ঘর প্রায় ৪ থেকে ৫ জন লোক মিলে সরানোর সময় পাশের বাড়ির মোঃ সালাম চৌকিদারের বিদ্যুতের মিটারের সাথে সংযোগ দেয়া ছিল মোঃ আবুল চৌকিদারের ঘরের চালের উপরে।

    অসতর্কতার কারণে টিনের চাল স্পর্শ করার সাথে সাথে বিদুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে ৪ জন।কিন্তু ৩ জনের পায়ে জুতো থাকার কারণে তারা বেঁচে যায়।কিন্তু আবুল চৌকিদারের মাথা টিনের চালের সাথে লেগে ছিল যার কারনে সে মারাত্মক ভাবে আহত হন। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হিজলা উপজেলার সরকারি সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।হিজলা থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ মিয়া মৃত্যুর ঘটনার সত্যায়ন করে বলেন,ঘরের টিনের চালার সাথেই বিদ্যুৎ মিটারের সংযোগ থাকার কারনে বিদুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃত লাশ পারিবারিক ভাবে কাফন দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ