• Uncategorized

    হবিগঞ্জে মৎস্য কর্মকর্তার দুর্নীতির সংবাদে সাংবাদিকদের  বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন পালন করেছেন জেলার কর্মরত সাংবাদিকগণ।

      প্রতিনিধি ১৯ জুলাই ২০২০ , ১০:৩৬:৫৭ প্রিন্ট সংস্করণ

    হবিগঞ্জে মৎস্য কর্মকর্তার দুর্নীতির সংবাদে সাংবাদিকদের  বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন পালন করেছেন জেলার কর্মরত সাংবাদিকগণ।

    হবিগঞ্জ প্রতিনিধিঃ

    হবিগঞ্জে মৎস্য কর্মকর্তার দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ রির্পোটারস ইউনিটি। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করে মামলা প্রত্যাহারের দাবি জানায়।

    নবিগঞ্জ কুর্শিকাপ হ্যাচারীতে ৯ বছর দায়িত্বকালে অনিয়ম এবং দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে মাছরাঙা টেলিভিশন হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ এবং বাংলা নিউজ ২৪.কমের প্রতিনিধি বদরুল আলমের বিরুদ্ধে ১৫ই মার্চ মামলা দায়ের করেন বানিয়াচং মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

    রির্পোটারস ইউনিটির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ আজিজ সেলিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, প্রদীপ দাস সাগর,সাংবাদিক ফোরাম সাবেক সভাপতি শাকিল চৌধুরী।

    মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। মানববন্ধনে জেলায় মৎস্য সপ্তাহের সকল সংবাদ বর্জনের ঘোষনা দেয়া হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ