• Uncategorized

    হবিগঞ্জের দীর্ঘ দিনেও সংস্কার হয়নি এক্তিয়ারপুর টু মনিপুর গ্রামের রাস্তার ব্রীজ 

      প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৮:০৩:০৩ প্রিন্ট সংস্করণ

    এইচ অার রুবেল-বার্তা সম্পাদকঃ

    হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের অন্তর্গত ৯নং নোয়াপাড়া ইউনিয়নের এক্তিয়ারপুর ও মনিপুর এর মধ্যবর্তী অংশে স্থাপিত ব্রীজটি দীর্ঘ দিন ভাঙ্গা অবস্থায় পড়ে থাকলেও সংস্কার হয়নি। ঢাকা-সিলেট মহাসড়কের সাহাপুর হইতে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে ব্রীজটি অবস্থিত।

    এলাকাবাসীরা বলেন, ১১ নং বাঘাসুরা ইউনিয়নের অন্তর্গত রঘুনন্দন পাহাড়ের বৃষ্টির পানি প্রবাহিত হওয়ায় পিলারের মাটি সরে গিয়ে ৮/৯ বছর আগে ব্রীজটির মধ্যাংশ ভেঙ্গে দেবে যায়। ব্রীজের পূর্ব পার্শ্বে টমটম ও সিএনজির ষ্ট্যান্ড অবস্থিত। যা দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল করে থাকেন । গ্রামের ভেতর মালামাল পরিবহনকারী কোন গাড়ি প্রবেশ-বাহির হতে পারছে না, পারছে না জরুরি প্রয়োজনে কোন রোগীকে সময়মতো হাসপাতালে নিতে।

    এলাকাবাসী আরও জানান, ব্রীজটি ভাঙ্গার সাথে সাথে অনেক জাতীয় পত্রিকায় এর খবর প্রকাশিত হলেও এর ব্যাপারে কার্যকারি কোন উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। দ্রুত উক্ত ব্রীজটি নির্মাণ পূর্বক ঢাকা-সিলেট মহাসড়কের সাথে সংযোগ স্থাপন সৃষ্টি করার জন্য আহব্বান জানান এলাকাবাসি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ