• সাহিত্যে

    “হতাম যদি নীল তিমি” লেখা-রাতুল চক্রবর্তী

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২২ , ৫:১১:০৫ প্রিন্ট সংস্করণ

    হতাম যদি নীল তিমি
    লেখা-রাতুল চক্রবর্তী

    আমরা যদি হতাম তিমি
    সিন্ধুর চির-বিরহী নীলে
    ভাসতাম তুমি আমি
    কে আটকাত? কিসের নিষেধ?
    অথৈজলে প্রেমের সুধায় তুমি আমি
    আমরা যদি হতাম তিমি
    নীল সাগরে সাম্রাজ্য হত
    তোমার আমার প্রণয় হত
    দিবা রাতি…..।
    যেখানে যায় না সুরুজের বাতি
    ভাসতাম আমরা দুজন সাথী
    অল্প সল্প অভিমানে
    তোমায় আরো কাছে এনে
    মিশিয়ে নিতাম প্রাণে মনে
    হাজার তারা সাজিয়ে দিতাম
    তোমার ভুবনে,,,,
    অথৈজলে প্রেমের সুধায় তুমি আমি
    ধরো হতাম যদি নীল তিমি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ