• সাহিত্যে

    হতভাগা বাঙালী কলমে-ওয়ালিদ হাসান আরমান

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২১ , ১০:১৩:২৩ প্রিন্ট সংস্করণ

    কবিতা: হতভাগা বাঙালী
    কলমে-ওয়ালিদ হাসান আরমান

    আমি সেই হতভাগা বাঙালী যার দেশ স্বাধীন হয়েও আজো পরাধীন,
    ত্রিশ লক্ষ্য শহীদের জীবন আজ আমাদের কাছে মূল্যহীন।

    দেখতে হচ্ছে কতো বিশুদ্ধ অপরাধ,
    তবুও পারিনা করতে তার প্রতিবাদ।
    যদি কোনদিন খুলি মুখ,খালি হবে আমার মায়ের বুক।

    আমি সেই হতভাগা বাঙালী!

    যার চোঁখের সামনে দেশদ্রোহীর বীর্যে জন্ম নেওয়া নরপশুর দল বার বার করছে দূর্নীতি,
    ওদেরকেই আবার দিচ্ছে চেয়ার সরল জাতিকে শেখাতে নীতি।

    আমি সেই হতভাগা বাঙালী!

    যার বোন হচ্ছে ধর্ষণ,ভাই হচ্ছে খুন,মাকে হতে হচ্ছে লাঞ্চিত
    এরপরো আমাকে ন্যায্য বিচার থেকে ওরা করছে বঞ্চিত।

    ভুক্তভোগী উপাধি দিয়ে শান্তনা দেয় দাদারা,
    বিচার পাবো বলে পকেট গরম করে পুলিশ মামারা।

    আর কতো দেখতে হবে
    বোনের নিথর দেহ,ভাইয়ের রক্তাক্ত লাশ আর মায়ের ম্লান মুখ?
    হে রাষ্ট্রের হর্তা কর্তা তোমরাই বলো কোথায় গেলে পাবো একটু সুখ?
    আদরের বোনের সম্ভ্রমহানীর কষ্ট ও ভাই হারানো না পাওয়ার নিদারুন ব্যথা নিয়ে চেয়ে যাচ্ছি বিচার,
    আবার অন্যদিকে আমাকে নিয়ে খেলে যায় মিডিয়া আর সরকার।

    আমি সেই হতভাগা বাঙালী!

    যার সোনার দেশ দূর্নীতিতে রাজা,
    শত অপরাধের মালিককে এদেশের ল্যাংরা আইন দিতে পারেনা সাজা।
    যে পায় সেই খায়, ধরা পরলে বলে এটা অন্য আয়।

    আমি তো সেই হতভাগা বাঙালী!

    যার দেশের কৃষক,শ্রমিক,দিনমজুরের কপালে লেগেছে আগুন,
    আর সরকার আমলাদের বেতন মাসে মাসে করছে দিগুন।

    আমরা কি পেলাম ৫০ বছরে
    এখনো কাঁদতে হচ্ছে অঝোরে।