• Uncategorized

    স্বাস্থ্য বিধি মেনেই পশুর হাট বসাতে হবে: সিটি মেয়র

      প্রতিনিধি ৯ জুলাই ২০২০ , ৬:৫৩:৩৬ প্রিন্ট সংস্করণ

    অামিরুল ইসলাম-খুলনা জেলা প্রতিনিধিঃ

    খুলনা মহানগরী এলাকায় স্বাস্থ্য বিধি মেনেই পশুর হাট বসাতে হবে। রেল স্টেশনের পাশে এবং বিনা অনুমতিতে কোন হাট বসানো যাবেনা। করোনা ভাইরাস প্রতিরোধে পশুরহাটে জীবানুনাশক টানেল স্থাপন করা হবে। এ বছর কোন বয়স্ক এবং শিশুদের পশুরহাটে প্রবেশ করতে দেওয়া হবেনা। প্রত্যেককে মাস্ক পরে গরুরহাটে প্রবেশ করতে হবে। হাটে প্রবেশ পথে জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার রাখা হবে। এছাড়া করোনার কারনে এ বছর কেসিসির উদ্যেগে অন্যান্য বছরের ন্যায় পশুরহাট পরিচলানার পাশাপাশি অন লাইনের মাধ্যমে পশু ক্রয় বিক্রয়ের ব্যবস্থা রাখা হবে।

     

    খুলনা সিটি কর্পোরেশনের পশুরহাট পরিচালনার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় কেসিরি শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর সভাপত্বিতে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

     

    সভায় কেসিসির ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপনকে আহবায়ক ও বাজার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়নাকে সদস্য সচিব করে পশুরহাট পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটিতে কেসিসির প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না, প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু, প্যানেল মেয়র-৩ মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মোঃ আনিসুর রহমান বিশ্বাস, মোঃ হাফিজুর রহমান মনি, কাজী আবুল কালাম আজাদ বিকু, এস এম খুরশিদ আহমেদ টোনা, মোঃ মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা হালিম বেবী, পারভীন আক্তার, লুৎফুন নেছা লুৎফাসহ সংশ্লিষ্ঠ এলাকার কাউন্সিলরগণকে কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ