• Uncategorized

    স্বাধীনতা দিবস পালনে পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয়ে সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধা, স্টেডিয়ামে সালাম গ্রহন ও কুচকাওয়াজ

      প্রতিনিধি ২৭ মার্চ ২০২১ , ৪:১৪:০৫ প্রিন্ট সংস্করণ

    আলাউদ্দিন আদম-স্টাফ রিপোর্টার পাবনা:

    ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম প্রহর সকালে পাবনার মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয়ে সর্বস্তরের মানুষ ফুলের শ্রদ্ধা জানান। রাত বারোটা এক মিনিটে সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও দলের আরো নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। সকলে জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধানসহ কাউন্সিলরবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি। এছাড়াও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগের নেতাকর্মীরা, মুক্তিযোদ্ধাবৃন্দসহ নানা সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিসৌধ দুর্জয়ে। সেখানে এক মিনিট নিরবতা পালন করেন তারা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একের পর এক ফুলের বেষ্টনীতে পরিনত হয় দুর্জয় পাবনা স্মৃতিসৌধ। সকাল ৭টার দিকে পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনভর কর্মসূচির সূচনা করেন তিনি। এসময় জেলা পুলিশসহ নানা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কুচকাওয়াজ প্রদর্শন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাতে উদ্ভুদ্ধ থাকার জন্য সকলের প্রতি আহবান জানানো হয় ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ