• Uncategorized

    ‘স্বপ্নের পদ্মা সেতু’ কলমে-আব্দুল মোমিন

      প্রতিনিধি ২৫ জুন ২০২২ , ৩:৩৬:৫৬ প্রিন্ট সংস্করণ

    স্বপ্নের পদ্মা সেতু
    কলমে-আব্দুল মোমিন

    কত শত যে স্বপ্ন বুনেছি
    পদ্মায় উড়বো পাখির মতোন ;
    অবশেষে সে স্বপ্ন পূর্ণ হলো
    পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে।

    আশার আলো দেখছি আজ
    খুলে দিয়ে সব বদ্ধ জানালা ;
    উন্নয়নের ছোঁয়া পেল এবার
    অনুন্নত সোনার বাংলাদেশ।

    স্বপ্ন যেন সত্যিই হলো,
    ধরা দিলো আজ হাতে এসে ;
    বাস্তবেই আজ উড়াল দিবো
    পদ্মার বুকে হেসে হেসে।

    দীর্ঘতম এ সেতু পেড়িয়ে এসেছে
    শত সহস্র চড়াই -উৎড়াই ;
    নিজ এলাকার সেতু নিয়ে তাই
    করতেই পারি মহা বড়াই।

    পদ্মা সেতু ছিল
    ষোল কোটি বাঙ্গালীর স্বপ্ন,
    গর্বের প্রতীক, জাতির অহংকার
    আমরা মুখিয়ে ছিলাম
    কালের সাক্ষী হতে!
    ষড়যন্ত্রের ঝড় হাওয়ায় গা ভাসিয়ে
    তোমরা উড়েছিলে অট্ট হেসে-
    ক্ষমতার লোভে ওদের সঙ্গী হয়ে
    মাকে অপমানিত করেছো ।

    আজ আর দুঃখ নেই
    তোমরা হেরে গেছো
    এই দেখ, সেই অপমানের
    ক্ষত আজ সম্মানের আসনে অধিষ্ঠিত
    পদ্মা সেতু আজ কলঙ্কমুক্ত,
    আপন বলিয়ানে দৃশ্যমান!!
    এসে দেখ, পদ্মার বুকে গজে
    উঠেছে ষোল কোটি বাঙ্গালী স্বপ্ন!
    তোমরা ভুলে গেছো
    বাঙ্গালী বীরের জাতি,
    নতজানু হতে জানেনা ।

    যে কোন দেশের
    যে কোন নাগরিককে ডেকে বলো,
    ওরা বলবে দেশটি মায়ের মত,
    মা যেমন ভুলেনা
    সন্তানের বিপদে, সন্তানের লালনে।
    ঐ স্বপ্নের পদ্মা সেতু
    আজ কলঙ্কমুক্ত বিশ্ব দরবারে ।
    সোনার দেশে, ষড়জাল, বিদ্রোহী ,
    কুচক্রের অগ্নি শিখা
    লুকোচুরির বাঁধ ভেঙ্গে
    প্রকাশ্যে পদ্মার বুকে-স্বপ্নের সেতু
    সমর রণ বীরদের মুক্তির শিহরণ,
    বিজয়ের ‍তুমুল খেলা
    স্বপ্নের পদ্মা সেতু।

    আজ বাঙালী জাতী গর্বিত
    জননেত্রী শেখ হাসিনার মতো
    একজন প্রধানমন্ত্রী পেয়ে!
    পিতার আদর্শে, বঙ্গবন্ধু কন্যা
    উপহার দিলো বহু প্রত্যাশিত
    স্বপ্নের পদ্মা সেতু।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ