• Uncategorized

    “স্বদেশের কান্ডারী” কলমেঃ এস.এম রায়হান

      প্রতিনিধি ২৫ মে ২০২১ , ৪:০৪:২১ প্রিন্ট সংস্করণ

    কবিতা-স্বদেশের কান্ডারী

    কলমেঃ এস.এম রায়হান

     

    আমার দেশের প্রতিটি বালুকণায়
    লেগে আছে বীরত্বের জয়গাথা
    ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগে,মহীয়ান ইতিহাসের পাতা
    দু লাখ মা-বোনের সম্ভ্রমে অর্জিত স্বাধীনতা।

    বীরের জাতি মোরা, আছে নতুন প্রাণে জয়ের নেশা।
    অসহায় মায়ের কান্ডারী,শত্রু এলে পাঞ্জা লড়ি।
    লাল সবুজের নিশান হাতে, দুর্গম গিরি প্রান্তরে
    অথৈ জলে, আকাশসীমায় , তোমার ছেলে ডঙ্কা বাজায়।

    কাঁটাতারের দেয়াল ঘেঁষে, মায়ের সহায় আঁকড়ে ধরে
    ভিনদেশিদের কব্জা থেকে রক্ষা করে সীমান্তকে।
    দেশের তরে জীবন দিয়ে, নাম লেখাবে বীরের স্তম্ভে।

    ভয় পেয়ো না আছি মাগো,তোমার ছেলে ভীতু নাকো
    দেখবে তুমি দুচোখ মেলে,জয়ী’ বেশে সোনার ছেলে
    বিশ্বকে আজ তাক করেছে।

    অন্ধকারে আলোর দেখা,পাবে তুমি হরহামেশা।
    দুর্নীতির ওই অমানিশা,কাটবে আজি পাবে আশা।
    স্বপ্ন গুলো সত্যি হবে ,ন্যায়ের শাসন কায়েম হবে
    শস্য শ্যামল ফিরে পাবে ,পল্লী গায়ের কৃষক হাসে
    সবার পেটে আহার যাবে ,কেউ রবে না অনাহারে।
    সাম্য বিধান রটে যাবে বিশ্ব মন্দিরে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ