• রংপুর বিভাগ

    সুন্দরগঞ্জে ঘর ও জমি পেলেন ২১০ গৃহহীন

      প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২২ , ৪:১৭:০৪ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ

    মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফের ২১০জন গৃহহীনদের মাঝে ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা হলরুমে ঘর ও জমি হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারী, সহকারি কমিশনার ভুমি মাহমুদ আল হাসান, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, উপজেলা কৃষি অফিসার ফজলুল করিম, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখার মোকাদ্দেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজান মিঞা্ প্রমুখ। পরে ২১০ জন গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও দলিল বুঝেদেন অতিথিবৃন্দ। জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ১৯২টি ঘরের বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ২০২০-২০২১ অর্থবছরে ৪৭২টি ঘর হস্তান্তর করা হয়েছে। নিমার্ণ ব্যয় ছিল ১ লাখ ৭৫ হাজার হতে ১ লাখ ৯০ হাজার টাকা। ২০২১-২০২২ অর্থবছরে ৭২০টি ঘর নিমার্ণ হচ্ছে। এর মধ্যে চর এলাকায় ৪৭০টি এবং উচু এলাকায় ২৫০টি। নিমার্ণ ব্যয় ২ লাখ ৩৩ হাজার হতে ২ লাখ ৫৯ হাজার টাকা। শেষে সাংবাদিকগণের মাঝে প্রেসব্রিফিং করেন উপজেলা নিবার্হী অফিসার।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ