• Uncategorized

    সুজানগর পৌরসভা নির্বাচনের রিট খারিজের আদেশ প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২১ , ১২:১৩:১৩ প্রিন্ট সংস্করণ

    সুজানগর পৌরসভা নির্বাচনের রিট খারিজের আদেশ প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে পাবনার সুজানগর পৌরসভার আসন্ন নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন খারিজ করেছে মহামান্য আদালত।গত ৩ জানুয়ারি ২০২১ ইং তারিখে রিট আবেদন খারিজ করেন,ডিবিশন চেম্বার বিচারপতি নুরুজ্জামান।

    রিট আবেদন খারিজের কপি উপজেলা নির্বাচন কার্যালয়ে ইমেইলের মাধ্যমে পৌছায়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রিজাইডিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী। এ বিষয়ে তিনি জানান,রিট আবেদন খারিজের কপি পেয়েছি, নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত না মেনে,

    একটি কুচক্রীমহল উচ্চ আদালতে উদ্দেশ্য প্রণোদিত রিট করে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারীর

    ঐ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, মহামারি আদালত সেই রিট আবেদন খারিজ করে দিয়েছে। আশা করছি খুবই দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

    পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

    রেজাউল করিম রেজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন, কাজেই নির্বাচন বানচাল করার শক্তি কারো নেই, তবে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র

    করছেন, তারা দলের শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ

    হাসিনার সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন,ভবিষ্যতে তাদের কে

    খেসারত দিতে হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ