• ঐতিহ্য

    সুজানগর পৌরসভার ইতিহাস-আলোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ১৪ মে ২০২২ , ৯:৪৫:২৪ প্রিন্ট সংস্করণ

    পাবনা জেরার সুজানগর উপজেলার “সুজানগর ইউনিয়ন” কে 1998 সালের 5ই অক্টোবর পৌরসভা ঘোঘণা করা হয়। কিন্তু এর প্রশাসনিক কার্যক্রম শুরু হয় 2003 সালের 12ই জুন। সুজানগর পৌরসভাটি 2006 সালের 2রা জানুয়ারিতে “গ” শ্রেণি হতে “খ” শ্রেণিতে উন্নতি হয় এবং 2014 সালের 23 শে জুনে স্থানীয় সরকার বিভাগ উক্ত পৌরসভাকে “ক” শ্রেণি পৌরসভাতে উন্নতি করে। সুজানগর পৌরসভার আয়তন 11.08 বর্গকিলোমিটার।

    9টি ওয়ার্ডের 13 মহল্লাতে মোট জনসংখ্যা 27 হাজার 240 জনা। প্রতি বর্গ কিলোমিটারে 2298 লোক বসবাস করে(2011 সালের আদমশুমারী রিপোর্ট অনুযায়ী)। পৌরসভায় 2 টি কলেজ, 2 টি মাধ্যমিক বিদ্যালয়, 3 টি মাদ্রাসা, 5 টি সরকারি ও 3 টি বে-সরকারি সহ মোট 8 টি প্রাথমিক বিদ্যালয় ও 8 টি কিন্ডারগার্টেন রয়েছে। 1 টি পৌর মার্কেট, 12 টি কবরস্থান, 1 টি শশ্মান ঘাট, 11 টি ঈদগাহ মাঠ, 26 টি মসজিদ, 4 টি মন্দির রয়েছে। সুজানগর পৌরভাতে নিশি ও বাড়দী আদিবাসীদের বসবাস রয়েছে। এখানে সকল ধর্মের মানুষের নিবিড় সামাজিক সম্প্রীতি রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ