• রাজশাহী বিভাগ

    সুজানগরে সরকারি বেসরকারি কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৭ মে ২০২৩ , ৬:০৩:৩৭ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) আয়োজনে,
    সুজানগরে যৌন প্রজনন মাতৃত্ব নবজাতক শিশু এবং কিশোর কিশোরীদের স্বাস্থ্যর উন্নতিকরন প্রকল্পের সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে উপজেলা পর্যায় ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে,সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে উপজেলা পর্যায় ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন, প্রকল্পের সমন্বয়কারী মনিরুল ইসলাম। আরো বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, কামাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল রহিম, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, বিবাহ রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ। সুজানগর উপজেলার আহম্মদ পুর,দুলাই ও রাণীনগর এবং বেড়া উপজেলার কৈটলা,হাটুরিয়া – নাকালিয়া, নতুন ভারেঙ্গা ইউনিয়নে এই প্রকল্পের কাজ হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ