• রাজশাহী বিভাগ

    সুজানগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মপরিকল্পনা কর্মশালা

      প্রতিনিধি ২৭ জুন ২০২২ , ৪:৩৪:০০ প্রিন্ট সংস্করণ

    উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। কর্মশালায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা তুলে ধরেন, মাদকদ্রব্যের নিয়ন্ত্রণের পরির্দশক শাহ জালাল খান।

    এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাইফুল ইসলাম প্রমুখ। কর্মশালায় সঞ্চালনায় ছিলেন, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান জর্জ। এছাড়াও কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ