• রাজশাহী বিভাগ

    সুজানগরে ভোক্তা অধিকারের অভিযানে খাবার হোটেলে জরিমানা

      প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২২ , ১১:৩৪:৪১ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা শাখার উদ্যোগে তদারকি মূলক অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর পৌর শহরের খাবার হোটেল ও মিষ্টান্ন ভান্ডারে এই অভিযান চালানো হয়। পাবনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তদারকি মূলক অভিযান পরিচালনা করেন।

    অভিযানে খাবারের গুনগত মান ও হোটেল পরিস্কার পরিচ্ছন্ন না থাকায় বিশ্বাস হোটেলে ৩০ হাজার ও ওজনে কম দেয়া ও মূল্য নির্ধারণের তালিকা না থাকায় আল মক্কা মিষ্টান্ন ভান্ডারে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সুজানগর থানার এসআই মাহমুদুল হক ও এ এস আই সেলিম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ