• রাজশাহী বিভাগ

    সুজানগরে পিআইও অফিসের কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্ম বিরতি পালিত

      প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ৫:৫৮:৫৭ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস কর্ম বিরতি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সারা দেশের ন্যায় পাবনার সুজানগরে পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস কর্ম বিরতি পালিত হয়। পূর্ণ দিবস কর্ম বিরতিতে অংশগ্রহণ করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
    (পিআইও) মোহাম্মদ নাজমুল হুদা, উপসহকারী প্রকৌশলী মনির হোসেন, কার্যসহকারী সেলিম রেজা, অফিস সহায়ক মিজানুর রহমান প্রমুখ।

    পাঁচ দফা দাবী মধ্যে রয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা আইন -২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআর ও) পদ আপগ্রেডেশন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন। সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ মান পরিবর্তন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি,চলতি দায়িত্ব, নিয়োগের মাধ্যমে পূরন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ