• রাজশাহী বিভাগ

    সুজানগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

      প্রতিনিধি ৩০ জুন ২০২২ , ৯:৫২:০৮ প্রিন্ট সংস্করণ

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,
    ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ ২/২০২২-২৩ মৌসুমে রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৮ শত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ