• কৃষি

    সুজানগরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

      প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ১১:৫৮:২২ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,২০২২-২৩ অর্থ বছরে খরিফ ১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ও পাটের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ৭ হাজার কৃষককে ৫ কেজি আউশ বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার এবং ৩২ হাজার কৃষককে ১ কেজি করে পাটের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন,

    পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম।এ সময় সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, মহিলা কলেজের অধ্যক্ষ শাজাহান আলী মন্ডল, এন এ কলেজের অধ্যাপক আবুল হাশেম, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ