• Uncategorized

    সীতাকুণ্ডে আবারও প্ল্যান্ট বিস্ফোরণ; নিহত ৩

      প্রতিনিধি ৪ মার্চ ২০২৩ , ৭:২৬:৫৫ প্রিন্ট সংস্করণ

    আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টার

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

    আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহতদের অনেককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। আমরা ঝুঁকি নিয়ে কাজ করছি।

    অক্সিজেন প্ল্যান্টের আশপাশের বাসিন্দারা বলছেন, অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে প্ল্যান্টের পাশের অনেক ঘরবাড়ির দরজা-জানলার কাঁচ ভেঙে পড়ে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে ছুটতে থাকে অনেকেই।

    এর আগে গত বছরের ৫ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলের আশপাশের অন্তত চার বর্গকিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। এ ঘটনায় বহু হতাহত হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ