• Uncategorized

    সিলেটে সুরমা নদীর ভাঙ্গন রক্ষা শীর্ষক প্রকল্পের শুভ উদ্ভোধন করেন পররাষ্ট্রমন্ত্রী

      প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২১ , ৪:৪৭:৩৬ প্রিন্ট সংস্করণ

    ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান শতবর্ষের ডেল্টা প্লান’
    এই প্রতিবাদ্যকে সামনে রেখে “সিলেট জেলার সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলায় দশগ্রাম, মাহতাবপুর ও রাজাপুর পরগনা বাজার এলাকা সুরমা নদীর উভয় তীরের ভাঙ্গন হতে রক্ষা” শীর্ষক প্রকল্পের সিলেট সদর উপজেলাধীন অংশে দশগ্রাম নামক স্হানে নদীর তীর সংরক্ষন কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে।

    শুক্রবার ২২ জানুয়ারী দুপুর সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দশগ্রাম বাজারে (৬৫ কোটি টাকার) কাজের শুভ উদ্ভোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেট-২ আসনের সংসদ সদস্য ড.এ.কে. আব্দুল মোমেন এমপি।

    ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া এর সার্বিক সহযোগিতায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও তত্বাবধায়ক প্রকৌশলী সিলেট পওর সার্কেল খুশি মোহন সরকার এর সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামীলীগ সদস্য আব্দুল বাসিত এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাছির উদ্দিন খান, সিনিয়র সহ সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও গোবিন্দ গন্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদ, স্বাগত বক্তব্য রাখেন মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হিরন মিয়া।

    উপস্হিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মহুয়া মমতাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও সিলেট সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ৮নং কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য নুরে আলম সিরাজী, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহনুর, ৭নং মোগলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ চুনু মিয়া, সাধারণ সম্পাদক মো: আশিক মিয়া, সহ সাধারন সম্পাদক আব্দুল বাসিত, ৭নং মোগলগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলী, আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাতীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
    উদ্ভোধন শেষে নেতৃবৃন্দ নদী ভাঙ্গন পরিদর্শন করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ