• Uncategorized

    সিলেটের বিশ্বনাথে জালালাবাদ গ্যাস লাইনের পাইপ বেরিয়ে পড়ায় জনমনে আতংক।

      প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২১ , ৬:৩৯:২৪ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আমির উদ্দিন-সিলেট প্রতিনিধিঃ

    দীর্ঘ দিন যাবত সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাবিল পুর গ্রামের দক্ষিনে ভাটপাড়া ও কাবিল গ্রামের মধ্যবর্তী স্থান এবং পাহাড়পুরস্থ দক্ষিণ পার্শ্বে নদীর তলদেশে জালালাবাদ গ্যাসলাইনের ট্রান্সমিসন ও ড্রিস্ট্রিবিউসনের সঞ্চালন লাইনের পাইপ মাটির গভীর থেকে বেরিয়ে পড়েছে।

    পাইপগুলো দৃশ্যমান হয়ে পড়ায় স্থানীয় এলাকার জনমনে বিরাজ করছে এক অজানা আতংক। যে কোন সময় অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটার আশংকা করছেন স্থানীয়রা। সিলেট হতে ছাতক পর্যন্ত জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন ও ড্রিস্ট্রিবিউসনের সঞ্চালন লাইন সংযোগের যে পাইপ মাটির নিচ দিয়ে টেনে নেওয়া হয়েছে সেটির একাধিক অংশ বিশ্বনাথ থানার খাজাঞ্চি ইউনিয়নের মধ্য দিয়ে মাটির তলদেশে অবস্তিত।

    ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাবিল পুর ও ভাটপাড়ার মধ্যবর্তী স্হানে নদী খনন করার সময় পাইপটির একটা অংশ বেরিয়ে পড়ায় খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। সিলেট হতে ছাতকগামী জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন ও ড্রিস্ট্রিবিউসনের সঞ্চালনের লাইন খাজাঞ্চি ইউনিয়নের মধ্য দিয়ে টেনে নেওয়া হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ