• Uncategorized

    সিরাজদিখানে ১৪৪ ধারা জারি হেফাজত ঠেকাতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

      প্রতিনিধি ৮ এপ্রিল ২০২১ , ২:১৫:৩০ প্রিন্ট সংস্করণ

    এম,এ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ স্বাস্থবিধির কথা চিন্তা করে স্থগিত করেন।একই স্থানে ১৪৪ ধারার মধ্যে উপজেলা আওয়ামিলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার ৮ এপ্রিল সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া আর্দশ স্কুল মাঠে স্বাস্থবিধির না মেনে আওয়ামীলীগ বিক্ষোভ সভা করেন।

    সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ২ আসনের সাংসদ সদস্য সাগুপ্তা ইয়াছমিন এমিলি জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান। উপজেলা আওয়ামিলীগ,বিভিন্ন ইউনিয়ন আ’লীগ সভাপতি বৃন্দ। আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ উপজেলার ৪ টি স্পটে লাঠি শোটা নিয়ে অবস্থান নেন। সিরাজদিখান উপজেলা আওয়ামিলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ হেফাজতে নায়েবে আমির আল্লামা আবদুল হামিদ মধুপুর পীরকে উদ্দেশ্য করে সমাপনি বক্তব্যে বলেন।

    রাজনৈতিক ভাবে সভা সমাবেশ হতে পারে কিন্তুু কারো বাড়ি ঘরে আগুন দেওয়া, ভাংচুর, লুটপাট করা এটা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এ ধরেন ভুল ধারণা নিয়ে ভন্ডামি করবেন না।উল্লেখ্য গত ৭ এপ্রিল বুধবার উপজেলা প্রশাসন কেয়াইন ইউনিয়নের ৪ টি স্থানে ১৪৪ধারা জারি করেন উপজেলা প্রশাসন । গতকাল রাতেই হেফাজতে ইসলাম বাংলাদেশ সিরাজদিখান শাখা তাদের কর্মসূচি স্থগিত করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ