• Uncategorized

    সিরাজদিখানে র‌্যাবের অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার-আলোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ৮ মে ২০২১ , ৩:২৮:৩০ প্রিন্ট সংস্করণ

    এম,এ কাইয়ুম মাইজভান্ডারিঃ

    মুন্সিগঞ্জের সিরাজদিখানে র‌্যাবের অভিযানে ১০০০( এক হাজার) মিলিগ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ পঁচিশ শত টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।শনিবার( ৮ মে) দুপুর পনো ২ টার দিকে সিরাজদিখান উপজেলার পশ্চিম ব্রজেরহাটি গ্রামে মায়ের সেবা কিন্ডার গার্টেনের সামনে থেকে মোঃ রাজীব হোসেন (৩০) ও মোঃ সালাউদ্দিন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ।

    র‌্যাবের এক প্রেসরিলিজে জানান, র‌্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল শনিবার দুপুর পনো ২ দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান উপজেলার পশ্চিম ব্রজেরহাটি গ্রামে মায়ের সেবা কিন্ডার গার্টেনের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করাকালে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয়কে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।

    আটককৃত রাজীব হোসেন উপজেলার পূর্ব ব্রজেরহাটি গ্রামের আউয়াল হোসেনের ছেলে এবং সালাউদ্দিন উপজেলার পশ্চিম ব্রজেরহাটি গ্রামের মৃত সামউদ্দিন শেখের ছেলে।আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাসহ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ