• Uncategorized

    সিরাজগঞ্জে সলঙ্গায় মওলানা তর্কবাগীশের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত 

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২০ , ২:৪৯:০৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহাদত হোসেন-(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    ভারত উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক ‘সলঙ্গা আন্দোলন’ বা রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহের নেতৃত্ব দানকারী মওলানা আবদুর রশিদ তর্কবাগীশের ৩৪ তম মৃত্যু বার্ষিকী আজ বৃহ:বার যথাযথ মর্যাদায় সলঙ্গায় পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহ:বার বিকেলে সলঙ্গায় মওলানা তর্কবাগীশ পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও চড়িয়া তর্কবাগীশ বিজ্ঞান দাখিল মাদ্রাসা,রায়গন্জ বেগম নুরুন্নাহার বিশ্ববিদ্যালয় কলেজ,পাটধারী তর্কবাগীশ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সংগঠন মহান এ নেতার মৃত্যু বার্ষিকী পৃথক পৃথক পালন করেছেন। উল্লেখ্য, ১৯৮৬ সালের ২০ আগস্ট তিনি মৃত্যু বরণ করেন।

    আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ গণআজাদী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন সভাপতি মওলানা তর্কবাগীশ।  ১৯০০ সালের ২৭শে নভেম্বর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার (বর্তমানে সলঙ্গা থানা) তারুটিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি বড়পীর হযরত আবদুল কাদির জিলানীর বংশধর। ১৯২২ সালে ২২ বছর বয়সে তিনি ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক ‘সলংগা আন্দোলন’-এ নেতৃত্ব দান করেন।  এই ‘সলংগা আন্দোলন’ ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে “রক্তসিঁড়ি” হিসেবে পরিচিত ৷ সলঙ্গার হাটে এ দিন

    বিলাতি পণ্য বর্জনের ডাক দেন তরুণ নেতা আব্দুর রশিদ। তার ডাকে সাড়া দেন সাধারণ মানুষ। বৃটিশ পুলিশ আব্দু রশিদকে গ্রেফতার করেছে, এমন খবরে ফুসলে ওঠেন সলঙ্গা হাটের মানুষ। আন্দোলনরতদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ।এতে সাড়ে ৪ হাজার মানুষ নিহত হন। তাই সিরাজগঞ্জের কৃতি সন্তান মওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ৩৪ তম মৃত্যু বার্ষিকীর দিনটি সলঙ্গাবাসী গভীর শ্রদ্ধার সাথে পালন করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ