• রাজশাহী বিভাগ

    সিরাজগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস এবং শিক্ষকদের প্রশিক্ষন সনদ প্রদান

      প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২২ , ৪:০৩:৪০ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি:

    অদ্য ০৩/১২/২০২২ ইং রোজ শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়ন এর রাজীবপুর এ সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিদর্শনকৃত বাগবাটী রাজীবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস এবং শিক্ষকদের প্রশিক্ষন সনদ প্রদান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিদ্যালটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ ইমরান হাসমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আসন অলংকৃত করেন সিরাজগঞ্জ ১ কাজিপুর আসন এর সংসদ সদস্য জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা চেয়ারম্যান জনাব খলিলুর রহমান সিরাজী,বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমজাদ হোসেন, বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউসুফ আলী, জেলা সমাজসেবা অধিদপ্তর এর উপ পরিচালক তৌহিদুর ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হাসেম, রান ডেভেলপমেন্ট সোসাইটির মহাসচিব গাউসুল আজম, কোষাধ্যক্ষ রেজাউল করিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় তার বক্তব্যে বাগবাটীতে এত সুন্দর ও মনোরম পরিবেশে অবহেলিত প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য স্কুল তৈরি করায় ইমরান হাসমিকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালবাসা জানিয়ে স্কুলের সার্বিক উন্নয়ন এর জন্য সহযোগিতার অঙ্গিকার দিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ