• Uncategorized

    সিদ্ধিরগঞ্জে তিনটি করাত কলকে ৩০ হাজার টাকা জরিমানা 

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২০ , ৭:৫৯:৪৩ প্রিন্ট সংস্করণ

    সাদ্দাম হোসেন মুন্না-নারায়ণগঞ্জ জেলা রিপোর্টারঃ

    সিদ্ধিরগঞ্জের জালকুড়ি, সানারপাড় এলাকায় লাইসেন্স বিহীন অবৈধ করাতকলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক’এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    বন বিভাগের কর্মকর্তা আবু মুন্না ও পুলিশের সহযোগীতায় আদালত জালকুড়ি এলাকার সওদাগর ও দরবার টিম্বার্স এবং সানারপাড় এলাকায় মজুমদার টিম্বার্স করাত কলকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

    ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক জানান, বৈধ লাইসেন্স ও কাগজপত্র দেখাতে পারায় “করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২” অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে পৃথক ভাবে মামলা দায়েরের মাধ্যমে তিনটি করাত কলের মালিকদে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, করাত কল মালিকদের বৈধ লাইসেন্স ছাড়া করাত কল না চালানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। যে সমস্ত করাত কলের লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ