• রংপুর বিভাগ

    সিংড়ায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২২ , ১১:০৫:২৯ প্রিন্ট সংস্করণ

    মোস্তফা প্রামানিক সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

    নাটোরের সিংড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

    ইউএনও এম.এম সামিরুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক , সিংড়া পৌর মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা আ’লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদৎ হোসেন, সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী,রবীন্দ্র গবেষক প্রফেসর আশরাফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মোহন আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক রওনক হাসান হারুন, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ ফারুক, সাধারন সম্পাদক আবু সাইদ সাজু প্রমূখ। পরে চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ